Monday, February 24, 2025
Latest Newsফিচার নিউজরাজ্য

বিধি নিষেধের বারোটা পাঁচ! লকডাউনের মধ্যেই ভিড় জমিয়ে শিবের প্রতিষ্ঠা উদযাপন বর্ধমানের শক্তিগড়ে

নিজস্ব সংবাদদাতা, দৈনিক সমাচার, শক্তিগড় : শনিবার সারা রাজ্য জুড়ে লকডাউন জারি করে রাজ্য সরকার। কিন্তু রাজ্য সরকারের সেই নির্দেশিকা উপেক্ষা করে শিবের প্রতিষ্ঠা উপলক্ষে বিশাল ভোজের আয়োজন করা হল পূর্ব বর্ধমানের শক্তিগড়ের কালিনগর গ্রামে। কয়েকশো লোকের সমাবেশ অনুষ্ঠিত হল কার্যত লকডাউন ও সোশ্যাল ডিসটেন্স সিংয়ের বিধিকে বুড়ো আঙুল দেখিয়ে।

অনুষ্ঠানটি আয়োজনের পিছনে স্থানীয় বিজেপির সক্রিয় সহযোগিতা ছিল তা স্থানীয় বিজেপি নেতার ফেসবুক পোস্ট থেকেই পরিষ্কার বোঝা যায়। বিজেপি নেতা বিশ্বনাথ ভট্টাচার্য্য নিজের ফেসবুক ওয়ালে গর্বের সঙ্গে সেই অনুষ্ঠানের ছবি শেয়ার করেছেন। ছবিতে সামাজিক দূরত্ব মানা হয়েছে সেটা বোঝা যায় না। শুক্রবার শিবের প্রতিষ্ঠা উপলক্ষে দু’নম্বর জাতীয় সড়কের আন্ডারপাস থেকে কালিনগর পর্যন্ত দীর্ঘ ৬ কিলোমিটার রাস্তাজুড়ে বর্ণাঢ্য একটি শোভাযাত্রার আয়োজন করে তারা।

এ বিষয়ে শক্তিগড় থানার সঙ্গে যোগাযোগ করা হলে তারাও জানান, উদ্যোক্তারা পুলিশকে জানিয়েছিল সামান্য কয়েকজন মিলে অনুষ্ঠানটি করা হবে। কিন্তু পুলিশকে অন্ধকারে রেখে সম্পূর্ণ বেআইনিভাবে লকডাউনকে উপেক্ষা করে এই শোভাযাত্রা ও ভোজ অনুষ্ঠান করা হয়। পুরো বিষয়টি নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। আইন অমান্যকারীরা কি শাস্তি পাবেন? এই প্রশ্নই এখন ঘুরছে সোশ্যাল সাইটে।

 

Leave a Reply

error: Content is protected !!