Wednesday, March 12, 2025
Latest Newsফিচার নিউজরাজ্য

“শিবসেনা-আকালি দল ছেড়ে গেছে, এনডিএ-র নতুন শরিক সিবিআই, ইডি”

সিবিআই তল্লাশি নিয়ে তোপ রাজ্যের মন্ত্রী শশী পাঁজার

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : নতুন উদ্যমে কয়লা পাচারের তদন্তে নেমেছে সিবিআই। তল্লাশি চলছে জেলায় জেলায়। একদিকে যখন কেন্দ্রীয় তদন্ত এজেন্সি অভিযান চালাচ্ছে তখন সিবিআইকে এনডিএ-র নতুন শরিক বলে কটাক্ষ করলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা।

সংবাদিক বৈঠকে সিবিআই তল্লাশি নিয়ে শ্যামপুকুরের বিধায়ক শশী পাঁজাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “এনডিএ থেকে একের পর এক দল বেরিয়ে যাচ্ছে। শিবসেনা, আকালি দল বেরিয়ে গেছ। এখন এনডিএ-র শরিক হয়েছে সিবিআই, ইডি, ইনকাম ট্যাক্স।”

 

Leave a Reply

error: Content is protected !!