দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : মহারাষ্ট্রের মহা সমস্যায় ফের নয়া মোড়! রাজ্যে সরকার গঠন নিয়ে ডিগবাজি খেলেন এনসিপি সুপ্রিমো শরদ পওয়ার। সাংবাদিকদের প্রশ্নে বিস্ময় প্রকাশ করে নয়া জল্পনা জন্ম দিলেন পাওয়ার।
শিব সেনার সঙ্গে জোট করে সরকার গড়বেন কিনা প্রশ্ন করা হলে বিস্মিত হন পওয়ার। তিনজ বলেন, সত্যি! তারপর তাঁর সংযোজন, বিজেপি-সেনা নিজের রাস্তা দেখুক। এনসিপি-কংগ্রেস নিজেরটা দেখবে। তাঁর এই মন্তব্যেই ফের অন্য মোড় নিয়েছে মহারাষ্ট্রের মহা সমস্যা।
সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন