Wednesday, February 5, 2025
Latest Newsদেশফিচার নিউজ

মহারাষ্ট্রে নয়া নাটক! সরকার গড়ার দাবিতে কাল রাজ্যপালের কাছে যাচ্ছে শিবসেনা-এনসিপি-কংগ্রেস

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : মহারাষ্ট্রে সরকার গড়া নিয়ে এখনও টালবাহানা চলছে। বিধানসভা নির্বাচনের পরে কোনও দলই সরকার গড়তে না পারায় রাজ্যে এখন রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে। এই অবস্থায় সরকার গড়ার দাবি নিয়ে কাল বিকেল তিনটেয় রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারির কাছে যাচ্ছে শিবসেনা, এনসিপি ও কংগ্রেস। একজোট হয়ে তারা সরকার গড়ার দাবি জানাবে রাজ্যপালকে।

কোন ফর্মুলায় সরকার গড়তে পারে শিবসেনা, কংগ্রেস ও এনসিপি, তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে। শোনা যাচ্ছে, শিবসেনা ও এনসিপি পাবে ১৪টি করে মন্ত্রক, কংগ্রেস পাবে ১২টি। এ ছাড়াও মুখ্যমন্ত্রী হবেন শিবসেনা থেকে কেউ। ২৮৮ আসনের মহারাষ্ট্র বিধানসভায় তাদের আসন যথাক্রমে ৫৬, ৫৪ ও ৪৪টি। অর্থাৎ সরকার গড়ার জন্য যেখানে প্রয়োজন ১৪৫টি আসন, সেখানে এই তিন দলের মিলিত আসনসংখ্যা ১৫৪।

 

সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন

Leave a Reply

error: Content is protected !!