দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : করোনা আক্রান্ত হলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। এর আগে শুক্রবার রাতেই মধ্যপ্রদেশের মন্ত্রী অরবিন্দ ভাদোরিয়ার কোভিড টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে। মন্ত্রিসভার বৈঠকে যোগ দিয়ে ফেরার কয়েক ঘণ্টার মধ্যেই মধ্যপ্রদেশের ওই মন্ত্রীর কোভিড পজিটিভ ধরা পড়ে। ওই বৈঠকে মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান নিজেও উপস্থিত ছিলেন।