দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : শনিবার সন্ধে ৬টায় শেষ হয়েছে দিল্লি বিধানসভার ভোটগ্রহণ। রবিবার বিকেল চারটে বেজে গেলেও নির্বাচন কমিশন জানায়নি কত শতাংশ ভোট পড়েছে। আর তা নিয়েই কমিশনের বিরুদ্ধে তোপ দাগলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
আম আদমি পার্টির প্রধান ট্যুইট করে বলেন, ‛আমি স্তম্ভিত। নির্বাচন কমিশন করছেটা কী? এখনও ভোট শতাংশ জানাতে পারল না!’ একই সঙ্গে আপের তরফ থেকে ইভিএম কারচুপি নিয়েও সন্দেহ প্রকাশ করা হয়েছে। আপের আশঙ্কা, বুথ ফেরত সমীক্ষা দেখে বিজেপি এবার ইভিএম কারচুপিতে নামতে পারে।
সব খবর এইবার আপনার হোয়াটসঅ্যাপে! আমাদের গ্রুপে যুক্ত হোন বিনামূল্যে
আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ