দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : কেউ কোনও ভুল করলে তাঁর জন্য একটি গোটা সম্প্রদায়কে দোষারোপ করা উচিত নয়।– সম্প্রতি তবলীগ জামাতের জমায়েত নিয়ে দেশের করোনা পরিস্থিতি আরও খারাপ হয়েছে বলে যে অভিযোগ উঠেছে, সে প্রসঙ্গে কথা বলতে গিয়ে এমনই মন্তব্য করলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রধান মোহন ভাগবত।
রবিবার নাগপুরে সঙ্ঘের সদর দফতর থেকে স্বয়ংসেবকদের উদ্দেশে অনলাইনে একটি বার্তা দেন মোহন ভাগবত। সেখানেই এ কথা স্পষ্ট করার পাশাপাশি তিনি বলেন, ‛কেউ কোনও ভুল করলে তার সেই শাস্তি হওয়া উচিত। এ জন্য গোটা সম্প্রদায়কে চিহ্নিত করা ঠিক নয়। এ ব্যাপারে সাধারণ মানুষদের বোঝানোর জন্য নেতাদেরও দায়িত্ব নিতে হবে।’
Support Free & Independent Journalism