দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : ২০১৪ সালে মোদী-শাহ বলেছিলেন, কংগ্রেস মুক্ত ভারত গড়বেন। ২০১৯ শেষ হতে কয়েকদিন মাত্র বাকি। বছরের শেষ মাসের শেষের দিকে এসে দেখা গেল কংগ্রেসমুক্ত ভারত হওয়া অনেক দূরের কথা, সর্বভারতীয় রাজনীতির মানচিত্রে ক্রমশ ফিকে হচ্ছে গেরুয়া রঙের ছটা। ভারতের ম্যাপে এখন নানা রঙের সমাহার দেখা যাচ্ছে।
আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ
মহারাষ্ট্র হাতছাড়া হওয়ার পরই বোঝা যাচ্ছিল ভারতের রাজনৈতিক মানচিত্র থেকে গেরুয়া প্রলেপ ফিকে উঠছে। ঝাড়খণ্ডে ভরাডুবির পর যেন আরও ফিকে হল গেরুয়া রঙ। মোদীর প্রথম মেয়াদের শেষ দিকে প্রথমে পাঞ্জাবে ক্ষমতাচ্যূত হয় এনডিএ। পরে গত বছর হিন্দি বলয়েই বিজেপির পায়ের তলার মাটি সরে যায়। মধ্যপ্রদেশ, ছত্তীসগড় এবং রাজস্থানের ভোটে হারতে হয়েছিল বিজেপিকে।
সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন