Thursday, March 13, 2025
Latest Newsখেলাফিচার নিউজ

কেকেআরের ক্যাপ্টেন করা হোক শুভমন গিলকে, বাদ দেওয়া হোক নারিনকে! পরামর্শ আকাশের

দৈনিক সমাচার, স্পোর্টস ডেস্ক : ২০২১ আইপিএলের জন্য নাইট রাইডার্সের মাত্র তিনজন ক্রিকেটারকে ধরে রাখা উচিত বলে মন্তব্য করলেন প্রাক্তন ক্রিকেটার তথা ধারাভাষ্যকর আকাশ চোপড়া। এই তিন ক্রিকেটার হলেন শুভমন গিল, আন্দ্রে রাসেল ও বরুণ চক্রবর্তী। আকাশ চাইছেন পরের মরশুমে ক্যাপ্টেন বদল করুক কলকাতা। মর্গ্যানের বদলে তরুণ শুভমন গিলের হাতে নেতৃত্ব তুলে দেওয়ারও দাবি জানালেন তিনি।

পাশাপাশি তিনি দল থেকে ছেঁটে ফেলতে বলেন প্যাট কামিন্স ও সুনীল নারিনের মতো তারকাদের। নিজের ইউটিউব চ্যানেলে আকাশ বলেন, ‘আমার মতে, কলকাতা নাইট রাইডার্সের খুব বেশি ক্রিকেটারকে ধরে রাখা উচিত নয়। মাত্র তিনজনকে ধরে রেখে শুভমনের হাতে ক্যাপ্টেন্সি তুলে দেওয়া উচিত। আমি ভবিষ্যতের দিকে তাকিয়ে একথা বলছি।

 

Leave a Reply

error: Content is protected !!