দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : শুক্রবার সকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তাঁর পদত্যাগ পত্র পাঠিয়ে দিয়েছিলেন সেচ, পরিবহণ ও জল সম্পদ উন্নয়ন মন্ত্রী শুভেন্দু অধিকারী। সন্ধ্যায় শুভেন্দুর ইস্তফা মঞ্জুর করে রাজ্যপালের কাছে সুপারিশ পাঠিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সুপারিশ পাওয়ার পর রাজ্যপাল সেই ইস্তফা গ্রহণ করে নিয়েছেন। সেই সঙ্গে রাজ্যপাল একটি বিবৃতি দিয়ে জানিয়েছেন, সেচ, পরিবহণ ও জল সম্পদ উন্নয়ন দফতর আপাতত মুখ্যমন্ত্রী নিজের কাছে রাখারই সিদ্ধান্ত নিয়েছেন।