দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে রিপাবলিক টিভির এডিটর ইন চিফ অর্ণব গোস্বামীর গ্রেফতারির ঘটনায় বম্বে হাইকোর্ট সাংবিধানিক অধিকার রক্ষার ভূমিকা পালন করেনি। শুক্রবার এই ভাষাতেই বম্বে হাইকোর্টকে ভর্ৎসনা করে অর্ণবের অন্তর্বর্তী জামিনের মেয়াদ আরও বাড়াল শীর্ষ আদালত। এদিন বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং ইন্দিরা বন্দ্যোপাধ্যায়ের বেঞ্চ অর্ণবের জামিনের মেয়াদ বাড়ানোর নির্দেশ দিয়েছেন।
অর্ণবের জামিনের মেয়াদ বাড়ানোর পাশাপাশি সর্বোচ্চ আদালতের পর্যবেক্ষণ, দেশজুড়ে সমস্ত আদালতের উচিত সঠিক ক্ষেত্রের আইনের প্রয়োগ সুনিশ্চিত করা তেমনই, এটাও নিশ্চিত করা যাতে আইন কাউকে হেনস্তা করার জন্য যেন না প্রয়োগ হয়। এই মন্তব্য করতে গিয়ে সুপ্রিমকোর্ট বোধহয় ভুলে গিয়েছে ২ বছরের বেশি হয়ে গেল জেলে কাটাচ্ছেন কাশ্মীরের সাংবাদিক সিদ্দিক কাপ্পান। ওহ, সেতো আবার মুসলিম!