দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : নাগরিকত্ব আইন ঘিরে এই মুহূর্তে উত্তাল গোটা দেশ। নানা প্রান্তে দানা বেঁধেছে প্রতিবাদ-বিক্ষোভ। ছাত্রসমাজ থেকে রাজনীতিবিদ– পথে নেমেছেন সমস্ত স্তরের মানুষ। অন্যদিকে ইন্ডিয়া গেটে যত মানুষ বিক্ষোভ অবস্থান করছেন, তাঁদের প্রত্যেককে অক্লান্ত ভাবে চা খাওয়াচ্ছেন দুই শিখ ভাই।
আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ
আন্দোলনকারীদের পাশে থেকে তাঁদের খিদে-তেষ্টা মেটানোই এই শিখ ভাইদের উদ্দেশ্য। মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় তাঁদের কীর্তি। প্রশংসা উপচে পড়েছে নেটিজেনদের। শীতের দিল্লিতে দিন-রাতের এই আন্দোলন যেন সামান্য হলেও সহজ হয়েছে দুই ভাইের সহমর্মিতায়। সকলকে দু’বেলার প্রয়োজনীয় খাবারও খাওয়াচ্ছেন তাঁরা।
সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন