দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : মসজিদ তৈরির জন্য প্রায় ৯০০ স্কোয়্যার ফিট জমি হস্তান্তর করলেন ৭০ বছরের এক শিখ ব্যক্তি। ৫৫০তম গুরুনানকের জন্মদিন উপলক্ষে মসজিদ তৈরির জন্য তিনি জমি দান করলেন বলে জানা গিয়েছে। ওই শিখ ব্যক্তির নাম সুখপাল সিং বেদি, তিনি একজন সমাজকর্মী। উত্তরপ্রদেশের মুজফফরনগরেই ওই মসজিদ তৈরি করা হবে।
আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ
সুখপাল সিং বেদি বলেন, ‛আমি গুরুনানকের শিক্ষার অংশ হিসেবে সকল মানুষকে সমানভাবে দেখি। সবাইকে শ্রদ্ধা করা এবং শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়ার বার্তা দিতে চেয়েছিলেন গুরুনানক। দুই কমিউনিটির মানুষই এই উদ্যোগকে প্রশংসা করেছেন। এতে সম্পর্ক অনেক মজবুত হবে বলেই মনে করছেন সেখানকার মানুষ।
সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন