নিজস্ব সংবাদদাতা, দৈনিক সমাচার, মুর্শিদাবাদ : ‛মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়’ প্রতিষ্ঠার দাবিতে ভারতের সর্ববৃহৎ ছাত্র সংগঠন স্টুডেন্টস ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়া (এসআইও) পশ্চিমবঙ্গ শাখার সংগ্রামের ফলশ্রুতিতে ২০১৮ সালের শুরুতে রাজ্য সরকার ‛মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়’ ঘোষণা করে। কিন্তু ঘোষণার পর থেকে এখনও পর্যন্ত বিশ্ববিদ্যালয় বাস্তবায়নে রাজ্য সরকারের পক্ষ থেকে বিশেষ কার্যকরী কোন পদক্ষেপ লক্ষ্য করা যায়নি।
এই প্রসঙ্গে বেশ কয়েকবার সরকার পক্ষের কাছে দরবার করে এসআইও। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিশেষ কোন অগ্রগতি না হওয়ায় সংগঠনের পক্ষ থেকে আবারও নতুন করে আন্দোলন শুরু করেছে সংগঠনটি। এসআইও মুর্শিদাবাদ শাখার পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের দাবিতে জোরদার প্রচার শুরু হয়েছে। করোনা পরিস্থিতিতে সোশ্যাল সাইটে এই আন্দোলন পরিচালিত হলেও, আগামীতে পথে নেমে আন্দোলনের হুমকি দিয়েছে সংগঠনটি।