দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : গোটা দেশ যখন অত্যন্ত নাজুক পরিস্থিতিতে টালমাটাল। বিভেদকামী শক্তি যখন মানুষে মানুষে বিভেদের বিষ বুনতে তৎপর। ঠিক সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে স্টুডেন্টস ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়া (এসআইও) এবং জামাআতে ইসলামী হিন্দ বেড়াবেড়ি ও রাইগাছি শাখা মিলিতভাবে এক মহতি রক্তদান শিবিরের আয়োজন করল। সমগ্র দেশবাসীকে ‛‛একই রক্তের সৃষ্টি মোরা কেন বিভেদ রাখি’’ এই মহান বার্তা দেওয়ায় ছিল এই রক্তদান শিবিরের উদ্দেশ্য।
এদিন রাইগাছি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে ৫০ জন ব্যক্তি রক্তদান করেন। উপস্থিত ছিলেন জামাআতে ইসলামী হিন্দের উত্তর ২৪ পরগণা জেলা সভাপতি মহঃ রফিকুল ইসলাম, রাজ্য ট্রেড ও বিজনেস সম্পাদক মাহাবুব আলি, এসআইও উত্তর ২৪ পরগণা জেলা জনসংযোগ ও মিডিয়া সেক্রেটারি মুনীর হোসেন, জিআইও রাজ্য সভাপতি পারমিতা পারভিন, এপিসিআর উত্তর ২৪ পরগণা জেলা সভাপতি আবুল কালাম, মানিকতলা ব্লাড ব্যাঙ্ক-এর স্টোর-কিপার ম্যানেজার কাসেম আলি।
এছাড়াও উপস্থিত ছিলেন জামাআতে ইসলামী হিন্দের রাজারহাট অঞ্চলের সভাপতি মেহেবুব হোসেন, এসআইও পশ্চিমবঙ্গ জোনের প্রাক্তন সাংগঠনিক সম্পাদক রমজান আলি, উত্তর ২৪ পরগণা জেলা কিশোর অঙ্গন সম্পাদক মুস্তাকিম বদ্দি, আইটা জেলা সম্পাদক আইয়ুব আলি।
প্রসঙ্গত, জামাআতে ইসলামী হিন্দের ‛‛মানবতার মুক্তিদুত হজরত মুহাম্মদ (সাঃ)’’ শীর্ষক পক্ষ পালনকে সামনে রেখে খুদে শিশুদের নিয়ে একটি প্রভাত ফেরীর আয়োজন করা হয়। যার মাধ্যমে সর্বোত্তম অনুকরণীয় আর্দশ হিসাবে হজরত মুহাম্মদ (সাঃ) কে অনুসরণ করার আহ্বান জানানো হয়।
উল্লেখ্য, একই বার্তা নিয়ে এসআইও গোয়ালপোতা ইউনিট বনবিবিতলাতে রক্তদান শিবিরের আয়োজন করে যেখানে প্রায় ৬০ জন রক্ত দান করেন। উক্ত প্রোগ্রামে উপস্থিত ছিলেন এসআইও উত্তর ২৪ পরগণা জেলা সাংগঠনিক সম্পাদক কামানুর জামান, হাড়োয়া ব্লক সভাপতি শরিফ উদ্দিন মিদ্দা, ব্লক সেক্রেটারি ফরহাদ উদ্দিন আমিন, জামাআতে ইসলামী হিন্দ গোয়ালপোতা অঞ্চলের সভাপতি আজগার আলি এবং আরও অনেকে। সন্ধ্যায় আকর্ষনীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সুস্থ সংস্কৃতির প্রচার ও প্রসারে সংগঠনটির সাংস্কৃতিক অঙ্গন তামাদ্দুন শিল্পী গোষ্ঠী এ বিষয়ে বিশেষ ভূমিকা পালন করে।
সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন