Friday, November 22, 2024
Latest Newsফিচার নিউজরাজ্য

অসমে পুলিশের গুলিতে নিহত ২, উলুবেড়িয়া কোর্টের সামনে প্রতিবাদ জামাআত-এসআইও’র

উলুবেড়িয়া, ২৫ সেপ্টেম্বর: অসমে পুলিশের গুলিতে দুই ব্যক্তির মৃত্যু ঘিরে প্রতিবাদে হচ্ছে দেশের নানা প্রান্তে। হাওড়ার উলুবেড়িয়াতেও শুক্রবার একাধিক সংগঠন মানব বন্ধনের ডাক দিয়েছিল। এদিন বিকেল তিনটার সময় উলুবেড়িয়া কোর্ট চত্বর, কলেজ ও গরুহাটা মোড় সংলগ্ন এলাকার ব্যাপক এলাকাজুড়ে বিক্ষোভ-কর্মসূচি করে ছাত্র সংগঠন এসআইও, জামাআতে ইসলামী হিন্দ, ছাত্রী সংগঠন জিআইও সহ বিভিন্ন সংগঠন।

এসআইও হাওড়া জেলা শাখার বক্তব্য, উচ্ছেদ করা হচ্ছে বাংলাভাষীদের। উল্লেখ্য, সম্প্রতি অসমের দরং জেলায় উচ্ছেদ অভিযান চালায় সে রাজ্যের পুলিশ। প্রায় আটশো পরিবারকে উচ্ছেদ করে পুলিশ। ফের গত বৃহস্পতিবার উচ্ছেদ অভিযান চলে। তখন পুলিশের কাজে বাধা দেয় স্থানীয় মানুষ। পুলিশ গুলি চালালে দু’জন মারা যান। বহু মানুষ আহত হন। আহত হন বেশ কয়েকজন পুলিশ কর্মীও।

এদিনের প্রতিবাদ কর্মসূচিতে এক হাজারেরও অধিক নারী-পুরুষ, যুবক-যুবতী, ছাত্র-ছাত্রী যোগ দিয়েছিলেন। উপস্থিত ছিলেন জামাআতে ইসলামী হিন্দ হাওড়া জেলা শাখার সভাপতি নূর আহমদ মোল্লা, এসআইও হাওড়া জেলা শাখার সভাপতি জিয়াউল হুদা সারেং প্রমুখ। মানব বন্ধন থেকে অসমের মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিও তোলা হয়।

 

Leave a Reply

error: Content is protected !!