সামাউল্লাহ মল্লিক, দৈনিক সমাচার, নয়াদিল্লি : শিক্ষাঙ্গনে নৈতিকতার আলো জ্বালিয়ে দেওয়ার আহ্বান জানিয়ে দেশজুড়ে ক্যাম্পাস ক্যাম্পেইনের সূচনা করল এসআইও। ভারতের সর্ববৃহৎ ছাত্র সংগঠন স্টুডেন্টস ইসলামিক অর্গানাইজেশন (এসআইও) ৫ সেপ্টেম্বর থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত এই ক্যাম্পেইন পরিচালনা করবে। ক্যাম্পেইনের শীর্ষক “সৌল স্পার্ক ― ইলুমিনেট ইথিকস” বা “আত্মার স্ফুলিঙ্গ ― নৈতিকতার স্পৃহা”। এই ক্যাম্পেইনটি দেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে পালন করা হবে বলে জানিয়েছে সংগঠন।
মঙ্গলবার নয়াদিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পেইনের সূচনা করেন এসআইও’র সর্বভারতীয় সভাপতি রামিস ই.কে। এদিন তিনি বলেন, “শিক্ষা হল যেকোনও জাতির অগ্রগতির ভিত্তি এবং শিক্ষাঙ্গন হল একটি জাতির নৈতিক ও বৌদ্ধিক বিকাশের জন্য একটি অত্যাবশ্যক ক্ষেত্র। ভারতকে প্রায়ই স্নাতকদের দেশ বলা হয়। আমাদের সমাজকে সমৃদ্ধ করতে শিক্ষাঙ্গনগুলির প্রতি আমাদের নির্ভরতা ব্যাপক। শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতার স্পৃহা জাগিয়ে তোলার আহ্বান হল এই ক্যাম্পেইনের উদ্দেশ্য। পাশাপাশি নৈতিক মান বজায় রেখে নেতৃত্ব দেওয়ার জন্য তাদের অনুপ্রাণিত করা এবং রূপান্তর করার শক্তিকে স্বীকৃতি দেওয়াও এই ক্যাম্পেইনের লক্ষ্য।”
সংগঠনের কথায়, দেশের প্রায় সমস্ত শিক্ষাঙ্গনে দুর্বৃত্ত কার্যকলাপ বেড়েছে। ইভটিজিং, র্যাগিং এমনকি সহিংসতাও দুঃখজনকভাবে খুবই সাধারণ হয়ে উঠেছে। সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বার্ষিক উৎসবের নামে নেশা এবং অশ্লীলতার প্রচার করা হচ্ছে। শিক্ষার্থীদের একটি উল্লেখযোগ্য অংশ নৈতিক আদর্শে অনুপ্রাণিত হওয়ার দৃষ্টিভঙ্গি হারিয়ে ফেলেছে। এসআইও’র সর্বভারতীয় শিক্ষাঙ্গন সম্পাদক সেখ ইমরান হোসেন বলেন, “এসআইও সচেতনতা, জ্ঞান বৃদ্ধি, নৈতিক ও নৈতিক নেতৃত্বের প্রচার, শিক্ষার মূল্যবোধের প্রচার, এবং একটি নিরাপদ শিক্ষাঙ্গন তৈরি করে এই সমস্যার সমাধানে দৃঢ়প্রতিজ্ঞ।”