Thursday, September 19, 2024
Latest Newsদেশফিচার নিউজ

ফিলিস্তিনের পাশে দাঁড়াক মোদী সরকার, আহ্বান ভারতের বৃহত্তম ছাত্র সংগঠন এসআইওর

নিজস্ব সংবাদদাতা, দৈনিক সমাচার, নয়াদিল্লি : দখলদার ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের প্রতিরোধ এবং তাদের মুক্তি ও মর্যাদাপূর্ণ জীবন সংগ্রামের প্রতি সংহতি জানাল ভারতের সর্ববৃহৎ ছাত্র সংগঠন স্টুডেন্টস ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়া (এসআইও)। পাশাপাশি ইসরায়েল-ফিলিস্তিনের বর্তমান সঙ্কটে মোদী সরকারকে ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে সংগঠনটি। আন্তর্জাতিক আইনের স্পষ্ট উপহাস, বর্ণবাদী ইসরায়েল রাষ্ট্র দ্বারা অগণিত হত্যা এবং বারবার আল-আকসার অপবিত্রতা এই অঞ্চলে বর্তমান উত্তেজনার কারণ বলে অভিযোগ এসআইওর।

সংগঠনের পক্ষ থেকে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, শান্তি ততক্ষণ ফিরবে না, যতক্ষণ ইসরায়েল একটি উগ্র রাষ্ট্র হিসেবে তাদের কর্মকাণ্ড চালিয়ে যাবে। ফিলিস্তিনের চলমান দখলদারিত্ব ও জাতিগত নির্মূলের অবসান ঘটালেই শান্তি ফিরবে বলে দাবি এসআইওর। সংগঠনের কথায়, “আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত, ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েল যে বিশাল অপরাধ সংঘটিত করেছে, তার জন্য জবাবদিহি করা। ফিলিস্তিনি জনগণের বৈধ প্রতিরোধের জন্য বিশ্বব্যাপী সংহতি গড়ে তোলার এখনই সময়। আমরা ভারত সরকারকে ফিলিস্তিনের প্রতি সমর্থন দেওয়ার জন্য আহ্বান জানাই।”

Leave a Reply

error: Content is protected !!