Thursday, March 13, 2025
Latest Newsফিচার নিউজরাজ্য

“এসআইও জানতে চায়, চাকরিগুলো কারা খায়?” এ কোন স্লোগানে উত্তাল হল শহর কলকাতা?

শিক্ষার পুনর্মূল্যায়ন, সমুন্নত শিক্ষাঙ্গন ও বেকারত্ব দূরীকরণের দাবিতে বিধানসভা অভিযান এসআইও’র

সামাউল্লাহ মল্লিক, দৈনিক সমাচার, কলকাতা : শিক্ষার পুনর্মূল্যায়ন, সমুন্নত শিক্ষাঙ্গন ও বেকারত্ব দূরীকরণের আওয়াজ তুলে ইতিমধ্যেই রাজ্য জুড়ে সাড়া ফেলে দিয়েছে স্টুডেন্টস ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়া, পশ্চিমবঙ্গ শাখা। আর আজ শহর কলকাতার রাজপথে একাধিক দাবিদাওয়া ও শিক্ষক পদে ‛নিয়োগ দুর্নীতি’র বিরুদ্ধে মহামিছিল করে “এসআইও জানতে চায়, চাকরিগুলো কারা খায়?” স্লোগান তুলল সংগঠনটি। এসআইও মনে করে যে, বর্তমানে শিক্ষা ব্যবস্থাকে দুর্নীতির আখড়াতে পরিণত করা হয়েছে। শিক্ষক পদে নিয়োগের জন্য কোটি কোটি টাকার দুর্নীতি করে যোগ্য প্রার্থীদের বঞ্চিত করা হয়েছে। একদিকে স্কুলগুলো যোগ্য শিক্ষকের অভাবে ভুগছে, অন্যদিকে কলকাতার রাজপথে চাকরি প্রার্থীরা নিয়োগের দাবিতে অনশন করতে বাধ্য হচ্ছে। উৎসশ্রী প্রকল্পের মাধ্যমে শিক্ষক বদলির জন্য গ্রামের স্কুলগুলোতে ব্যাপক শূন্যপদ তৈরি হয়েছে। করোনা পরবর্তী সময়ে রাজ্যজুড়ে স্কুলছুট ব্যাপক বৃদ্ধি পেয়েছে। স্কুলছুট নিয়ন্ত্রণে সরকার সম্পূর্ন উদাসীন। শিক্ষাঙ্গনে ধর্মীয় বৈষম্য প্রকট হয়ে উঠেছে। হিজাব পরার জন্য নার্সিং পড়ুয়ারা মানসিক নির্যাতনের স্বীকার হচ্ছে। আলিয়া বিশ্ববিদ্যালয়ের Minority Status এখনও পর্যন্ত সুনিশ্চিত নয়। বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিকাঠামো ভগ্নপ্রায়। পশ্চিমবঙ্গ সরকার মুর্শিদাবাদসহ বহু বিশ্ববিদ্যালয়ের ঘোষণা দিলেও এখনও পর্যন্ত উপযুক্ত পরিকাঠামো গড়ার পদক্ষেপ গ্রহণ করেনি। অন্যদিকে জাতীয় শিক্ষা নীতির মাধ্যমে কেন্দ্রীয় সরকার একটি বিশেষ ভাবধারাকে সকলের উপর চাপিয়ে দেওয়ার অপচেষ্টা করে চলেছে। দেশের সেনাবাহিনীতে চুক্তিভিত্তিক ঠিকা-সেনা নিয়োগের মাধ্যমে দেশকে সামরিক সহিংসতার দিকে ঠেলে দিচ্ছে। এই পরিস্থিতিতে এসআইও ১১ আগস্ট থেকে সারা রাজ্যজুড়ে শিক্ষা আন্দোলন ২০২২ পরিচালনা করছে।

এই শিক্ষা আন্দোলনের দাবিদাওয়া পূরণে বৃহস্পতিবার কয়েক হাজার পড়ুয়া নিয়ে বিধানসভা অভিযান করে এসআইও। এদিন দুপুর ১টা নাগাদ কলেজ স্কোয়ারে জমায়েত করে বিধানসভার উদ্দেশ্যে রওয়ানা দেয় মিছিল। মিছিল শেষ হয় রানী রাসমনিতে গিয়ে। শিক্ষা আন্দোলনে এসআইও বেশকিছু গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরেছে। তাদের দাবি, চাকরির শূন্যপদ পূরণে নিয়মিত ও দুর্নীতি মুক্ত নিয়োগ প্রক্রিয়ার ব্যাবস্থা করতে হবে। চাকরিতে নিয়োগ সংক্রান্ত মামলার দ্রুত নিস্পত্তি করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। শিক্ষা ও চাকরিতে সংরক্ষন নীতি বাস্তবায়ন করতে হবে। করোনার প্রভাবে স্কুলছুটের পরিসংখ্যান প্রকাশ করতে হবে ও স্কুলছুট নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। অগ্নিপথ প্রকল্প বাতিল করতে হবে। শিক্ষাঙ্গনে ধর্মীয় বৈষম্য দূর করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে শান্তিপূর্ণ ভাবে ছাত্র সংসদ নির্বাচন চালু করতে হবে। ছাত্র-যুবকদের যোগ্যতানুযায়ী স্বনির্ভরতার লক্ষ্যে পরিকাঠামো গড়ে তুলতে হবে। প্রতিবছর Job Calander প্রকাশ করতে হবে এবং সেই অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়সহ রাজ্য ঘোষিত সকল বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামোগত উন্নয়ন দ্রুত সম্পন্ন করতে হবে। উৎসশ্রী প্রকল্পের পূর্নমূল্যায়ন করতে হবে। অবিলম্বে আলিয়া বিশ্ববিদ্যালয়ের Minority Status আইনগতভাবে সুনিশ্চিত করতে রাজ্য সরকারকে পদক্ষেপ গ্রহণ করতে হবে। জাতীয় শিক্ষা নীতি-২০২০ পুনর্মূল্যায়ন করতে হবে।

 

Leave a Reply

error: Content is protected !!