Friday, November 22, 2024
Latest Newsফিচার নিউজরাজ্য

বাংলায় নয়া আতঙ্ক! ছোট্ট এই লাল পোকা কামড়ালে মৃত্যুও হতে পারে, রাজ্যজুড়ে সতর্কতা

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : বাংলায় নয়া আতঙ্ক ছড়াচ্ছে একটি পোকা (মাইটস)। লাল রঙের ছোট্ট এই পোকাটির সম্পূর্ণ নাম ট্রম্বিকিউলিড মাইটস। এই ট্রম্বিকিউলিড মাইটস-ই স্ক্রাব টাইফাস রোগের বাহক। চিকিৎসকদের মতে, ‘ট্রম্বিকিউলিড মাইটস’ নামে লাল রঙের এই ছোট্ট পোকার কামড়ে শরীরে ব্যাক্টিরিয়ার অনুপ্রবেশ ঘটে। প্রবল জ্বর আসে স্ক্রাব টাইফাস আক্রান্তের। সময়ে রোগ ধরা না-পড়লে মৃত্যু পর্যন্ত হতে পারে।

দু’বছর আগে পোকাবাহিত রোগ ‘স্ক্রাব টাইফাসের’ বিপদ সম্পর্কে সতর্ক করে নির্দেশিকা দিয়েছিল স্বাস্থ্য ভবন। কিন্তু স্ক্রাব টাইফাস বাড়ছে কেন, অধরাই রয়ে গিয়েছে উত্তর। ‘ন্যাশনাল ইনস্টিটিউট অব মেন্টাল হেল্‌থ অ্যান্ড নিউরোসায়েন্সেস’ বা নিমহ্যানসের সঙ্গে যৌথ সমীক্ষার ভিত্তিতে স্বাস্থ্য ভবন ২০১৭ সালে এক নির্দেশিকায় জানিয়েছিল, মাইটস-বাহিত রোগ নিয়ে রাজ্যে কোনও তথ্য নেই। আবহাওয়া বদল এই রোগের কারণ হতে পারে।

 

সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন

Leave a Reply

error: Content is protected !!