Friday, March 14, 2025
Latest Newsফিচার নিউজরাজ্য

“সাপুড়েকে সাপের কামড়েই মরতে হয়” – বাদুড়িয়ার কংগ্রেস বিধায়ককে ভাঙানোয় মমতাকে আক্রমণ অধীরের

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : সাপুড়েকে সাপের কামড়েই মরতে হয়, বাদুড়িয়ার কংগ্রেস বিধায়ককে ভাঙানোয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী।

এদিন তিনি তার ফেসবুক পোস্টে লেখেন, বাদুড়িয়ার কংগ্রেস বিধায়ক গত ছ’মাস ধরে তৃণমূলে যোগদান করবেন কি করবেন না সেই ভাবনায় ব্যস্ত ছিলেন। তার জেলার তৃণমূল মন্ত্রী অনেক অফার দিয়েছেন আমরা জানি। আমাদের কাছে খবর ছিল, বোঝানোর চেষ্টা করা হয়েছিল যে আমাদের সকলের শ্রদ্ধেয় বসিরহাটের গান্ধী গফফর সাহেবের ছেলের, কংগ্রেস দল ছেড়ে ধান্দার জন্য পলায়ন অনৈতিক হবে। ওনার মনে হয়েছে তৃণমূল পার্টির এই পড়ন্ত বেলায় যোগদান করলে কিছু লাভ হতে পারে। যাই হোক, বাদুড়িয়ার কংগ্রেস এমএলএ নতুন করে নির্বাচিত করব আমরা।

কংগ্রেস নেতা আরও লেখেন, বাংলার ‛দিদি’, আপনি মনে করতে পারেন কংগ্রেস দল ভাঙ্গালাম, বিরাট কিছু করে ফেললাম। চোরা-শিকারির মত দল ভাঙিয়ে বিশেষ করে মুসলিম বিধায়ক ভাঙিয়ে আপনি অলিম্পিক চ্যাম্পিয়ন হবেন, কিন্তু মনে রাখবেন সাপুড়েকে সাপের কামড়েই মরতে হয়। খুব তাড়াতাড়িই আপনি দেখবেন তাসের ঘরের মত আপনার পার্টি ভোটের আগেই কেমন ভেঙে পড়ছে, মিলিয়ে নেবেন ‛দিদি’। যে দল ভাঙানোর খেলা আপনি বাংলায় শুরু করেছিলেন সে খেলাতেই তৃণমূল পার্টি খতম হবে, আমি অধীর চৌধুরী বললাম।

 

Leave a Reply

error: Content is protected !!