Friday, March 14, 2025
Latest Newsফিচার নিউজরাজ্য

সমস্ত জল্পনার অবসান, উপনির্বাচনে খড়দহে তৃণমূল প্রার্থী হচ্ছেন শোভনদেব চট্টোপাধ্যায়

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: সমস্ত জল্পনার অবসান, উপনির্বাচনে খড়দহ তৃণমূল প্রার্থী হচ্ছেন শোভনদেব চট্টোপাধ্যায়। বিধানসভা উপনির্বাচনের আগে খড়দহে গিয়ে এবার জনসংযোগ শুরু করে দিলেন শোভনদেব চট্টোপাধ্যায় । তৃণমূলের সম্ভাব্য প্রার্থীকে ঘিরে এদিন খড়দহ এলাকায় সাধারণ মানুষের মতো উৎসাহও ছিল চোখে পড়ার মতো।

উপনির্বাচনে খড়দহ কেন্দ্রে প্রার্থী হওয়া নিয়ে এই প্রসঙ্গে শোভনদেব বলেন, ‘দলের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। কিন্তু, আনুষ্ঠানিক ঘোষণা না হওয়া পর্যন্ত কিছু বলতে পারি না। আমি শৃঙ্খলাপরায়ণ মানুষ।’ ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রে একুশের নির্বাচনে জিতেছেন শোভনদেব। খড়দহে জয়ের প্রসঙ্গ উঠতেই তিনি বললেন, ‘এখঘানকার মানুষের উপর নির্ভর করবে। তাঁরা আমাকে দেখবেন, জানবেন। নিশ্চয়ই সিদ্ধান্ত নেবেন। এখন যদি বলি মার্জিন বাড়াব, তাহলে ঔদ্ধত্য হয়ে যাবে’।

 

উল্লেখ্য, একুশের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে এবার প্রার্থী হন মমতা বন্দ্যোপাধ্যায়। সে কারণে নিজের কেন্দ্র ভবানীপুরে দাঁড়াননি তৃণমূলনেত্রী। তাঁর পরিবর্তে ভবানীপুরে প্রার্থী করা হয় শোভনদেবকে। বিধানসভা ভোটে জেতেবন শোভনদেব। গত ২১ মে ভবানীপুর কেন্দ্রের বিধায়ক পদ থেকে ইস্তফা দেন।

Leave a Reply

error: Content is protected !!