দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : রিপাবলিক টিভির বিতর্কিত মালিক তথা সম্পাদক অর্ণব গোস্বামী অভিযোগ তুলেছেন যে, তাঁর উপর নাকি দু’জন কংগ্রেস কর্মী হামলা করেছেন। দু’দিন আগে একটি ভিডিও পোস্ট করে এমনই দাবি করেছেন তিনি। অর্ণব বলেন, রাতে অফিস থেকে বাড়ি ফেরার সময় তাঁর উপর হামলা করা হয়। সঙ্গে তাঁর স্ত্রীও ছিলেন। ঘটনাস্থলেই হামলাকারীদের ধরে ফেলে তাঁর নিরাপত্তারক্ষীরা।
ভিডিওতে অর্ণব দাবি করেন, হামলাকারীদের জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে তাঁরা কংগ্রেস কর্মী। যদিও পুলিশের পক্ষ থেকে অর্ণবের এই দাবির সত্যতা স্বীকার করা হয়নি। এদিকে সোশ্যাল সাইট ব্যবহারকারীরাও অর্ণবের উপর হামলার দাবিকে তাঁর খবরের মতোই ভুয়ো বলে হেয় করছেন। তাঁদের দাবি, অর্ণবের বিরুদ্ধে দেশজুড়ে দায়ের হওয়া হাজারের অধিক এফআইআর থেকে বাঁচতেই নতুন গল্প ফেঁদেছেন তিনি। একজন লিখেছেন, ‛হামলা হয়েছে অর্ণবের উপর, চিন্তায় মগ্ন বিজেপি! অর্ণব সাংবাদিক না বিজেপির মুখপাত্র?’
Support Free & Independent Journalism