Friday, November 22, 2024
Latest Newsদেশফিচার নিউজরাজ্য

সরকার কি পড়ে যাবে? তৃণমূল নেতাদের সঙ্গে বৈঠক করতে কলকাতায় তাবড় বিজেপি বিধায়করা

ত্রিপুরা, ২৭ আগস্ট: গত দেড়-দু’মাস ধরে ত্রিপুরা কাঁপাচ্ছে তৃণমূল। সেখানে তৃণমূলের পা পড়ার পর থেকেই সংঘাত, সংঘর্ষ রাজনৈতিক চাপানউতোর সামনে এসেছে। এমনিতেই বিপ্লব দেব সরকার স্বস্তিতে ছিল না বিজেপির অভ্যন্তরীণ কোন্দলের কারণে। তার মধ্যেই তৃণমূল চাপ বাড়াতে শুরু করে। এর মধ্যেই শুক্রবার শোনা যাচ্ছে, ত্রিপুরার বেশ কয়েক জন তাবড় বিজেপি বিধায়ক কলকাতায় এসেছেন। তাঁরা তৃণমূলের নেতাদের সঙ্গে বৈঠকও করেছেন বলে খবর।

জানা গিয়েছে, ৬ আগরতলার বিধায়ক সুদীপ রায়বর্মন, বরদোয়ালির বিধায়ক আশিষ সাহা এবং সুরমার বিধায়ক আশিষ দাস এসেছেন কলকাতায়। বিপ্লব বিরোধী শিবিরের প্রধান নেতা সুদীপ রায় বর্মনই। তাঁর এই কলকাতায় আসা তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন অনেকে। ত্রিপুরার রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, সুদীপের আসা মানে আরও অন্তত চার-পাঁচ জন বিধায়ক তাঁর পিছনে রয়েছেন। তা যদি সত্যিই সত্যিই হয় তাহলে বিপ্লব দেব সরকার বেকায়দায় পড়ে যেতে পারে।

একাধিক বিধায়কের কলকাতায় আসা নিয়ে বিপ্লব দেবের সচিবালয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে। যদিও প্রকাশ্যে কেউ উদ্বেগ দেখাচ্ছেন না। তবে ঘরোয়া আলোচনায় উৎকণ্ঠা গোপনও করছেন না তাঁরা। প্রদেশ বিজেপি নেতারা বুঝতে চাইছেন, কোন কোন বিধায়কের সঙ্গে যোগাযোগ রাখছেন সুদীপ, আশিষরা। সম্প্রতি আগরতলা শহরের অভয়নগরের এক বিজেপি নেতা দলীয় সভায় বলেছেন, গোটা দলের মধ্যে অবিশ্বাসের বাতাবরণ চলছে। কেউ কাউকে বিশ্বাস করতে পারছেন না। এই পরিবেশের জন্য তিনি দলীয় সভায় মুখ্যমন্ত্রীর ভূমিকার সমালোচনা করেন বলেও খবর। সব মিলিয়ে ত্রিপুরার বিধায়কদের কলকাতায় আসা নিয়ে ব্যাপক গুঞ্জন রাজনৈতিক মহলে। সংলিষ্ট বিধায়কদের সঙ্গে চেষ্টা করেও যোগাযোগ করা যায়নি।

 

Leave a Reply

error: Content is protected !!