দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : ভারত ‘বৃদ্ধির মন্দা’র মাঝখানে রয়েছে বলে মন্তব্য করলেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন। এজন্য তিনি প্রধানমন্ত্রীর দফতরে ক্ষমতার কেন্দ্রীকরণকে দায়ী করেছেন। তিনি জানিয়েছেন, ‛কোথায় সমস্যা হচ্ছে, তা বুঝতে আমাদের প্রথমেই শুরু করতে হবে বর্তমান সরকারের কেন্দ্রীকরণের প্রবণতা থেকে। কেবল সিদ্ধান্তগ্রহণের ক্ষেত্রেই নয়, নতুন কোনও আইডিয়া ও পরিকল্পনা সবই করছেন প্রধানমন্ত্রী ও প্রধানমন্ত্রী দফতরের সংশ্লিষ্ট ব্যক্তিত্বরা।’
আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ
‘ইন্ডিয়া টুডে’-তে প্রকাশিত এক প্রতিবেদনে তিনি মূলধন, জমি ও শ্রম বাজারের উদারীকরণের সংস্কার এবং বিনিয়োগ তথা বৃদ্ধিতে উদ্দীপনা ফিরিয়ে আনার জন্য আবেদন জানিয়েছেন। রঘুরাম রাজনের মতে, অর্থনৈতিক মন্দার সব থেকে বড় কারণ হল মোদী সরকার সমস্যাটিকে মান্যতাই দিচ্ছে না। তাঁর বক্তব্য, সমস্যাটা না মেনে সমস্ত সমালোচককে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দেগে দেওয়া উচিত হচ্ছে না।
সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন