Wednesday, February 5, 2025
Latest Newsফিচার নিউজবিনোদন

‛মোহন ভাগবত মূর্খ’ – তালাক প্রসঙ্গে আরএসএস প্রধানকে মুহ তোড় জবাব সোনমের

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ (আরএসএস) প্রধান মোহন ভাগবতকে মূর্খ বলে কটাক্ষ করলেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর। কয়েকদিন ধরেই তসলিমা নাসরিনের বোরখা মন্তব্য নিয়ে উত্তাল সোশ্যাল মিডিয়া। তারপরেই মোহন ভাগবতকে সোনমের এই তোপ ফের নতুন বিতর্কের জন্মে দিয়েছে।

বিয়ে এবং পরিবার ভাঙা নিয়ে মন্তব্য করতে গিয়ে ভাগবত বলেছিলেন, ‛এই হল অতি শিক্ষার ফল। কথায় কথায় তালাক বা ডিভোর্স দেন আজকের শিক্ষিত প্রজন্ম। তাঁদের পরিবারেই এই ধরনের ঘটনা বেশি ঘটে।’ পাল্টা তোপ দেগে সোনম কাপুর বলেন, ‛উনি তো শিক্ষিত! তাহলে এমন মূর্খের মতো কথা বলছেন কেন!’

 

পশ্চিমবঙ্গ, কলকাতা, রাজনীতি, ব্যবসা, প্রযুক্তি, বলিউড ও ক্রিকেটের সকল বাংলা খবর পড়তে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন  Twitter  আর সাবস্ক্রাইব করুন YouTube ও জয়েন করুন WhatsApp Group এবং ডাউনলোড করুন আমাদের News Apps

Leave a Reply

error: Content is protected !!