Friday, March 14, 2025
Latest Newsফিচার নিউজবিনোদন

ফের ত্রাতার ভূমিকায় সোনু, শীতে কষ্ট পাওয়া উত্তরপ্রদেশের ২০ টি গ্রামের বৃদ্ধাদের পাশে দাঁড়ালেন অভিনেতা 

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: লকডাউনের সময় থেকেই একাধিকবার ত্রাতার ভূমিকায় দেখা গেছে বলিউড তারকা সোনু সুদকে। লকডাউনের সময় যেভাবে পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়িয়েছিলেন সোনু সুদ, তা দেখে কুর্নিশ করেছিল গোটা দেশ। নিজের সম্পত্তি বিক্রি করে মানুষের পাশে দাঁড়িয়েছিলেন তিনি। এবার উত্তরপ্রদেশের মির্জাপুরের ২০ টি গ্রামের বৃদ্ধাদের জন্য শীতবস্ত্রের জোগান দেওয়ার প্রতিশ্রুতি দিলেন সোনু সুদ। এক ট‍্যুইটের মাধ্যমে ওই বৃদ্ধাদের কষ্টের কথা জানতে পারার পরই সাহায্যের জন্য এগিয়ে এসেছেন তিনি।

জানা গেছে, কিছুদিন আগে বিকাশ দিক্ষীত নামে এক ব্যক্তি ট‍্যুইট করেন। তিনি বলেন, বেনারস থেকে ৮০ কিলোমিটার দূরে মির্জাপুর ও সোনভদ্রের ২০ টি গ্রাম রয়েছে। প্রতিবছরই সেখানে শৈত্যপ্রবাহের কবলে পড়েন বৃদ্ধারা। ঠান্ডায় কাঁপতে কাঁপতে তাঁরা স্বপ্ন দেখেন এক দেবদূতের। যে এসে তাঁদের সব দুঃখ শেষ করে দেবে। সেই ট‍্যুইটে সোনুকে মেনশন করে বিকাশ লেখেন, ‘‌ওই মহিলাদের শেষ আশা আপনিই।’‌

ওই টুইটের জবাব দিয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা। জানিয়ে দিয়েছেন, তিনি দ্রুত সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। সোনু ওই টুইটের জবাবে লেখেন, ‘আর কেউ ওই ২০ টি গ্রামে ঠান্ডায় কষ্ট পাবে না। শীঘ্রই শীতের সরঞ্জাম পৌঁছে যাবে আপনার কাছে।’

Leave a Reply

error: Content is protected !!