Thursday, March 13, 2025
Latest Newsফিচার নিউজবিনোদন

ফের শিরোনামে আজান বিতর্ক! মুসলিম প্রধান দেশ দুবাইয়ে সোনু নিগমকে গ্রেফতারের দাবি

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : করোনা ভাইরাস রুখতে লকডাউনের জেরে পরিবার সহ দুবাইয়ে আটকে পড়েছেন বলিউড সঙ্গীতশিল্পী সোনু নিগম। এ হেন পরিস্থিতির মধ্যেই সোনু নিগমকে গ্রেফতারের দাবি উঠল৷ কেন গ্রেফতারের দাবি তোলা হচ্ছে সোনুর বিরুদ্ধে?

২০১৭ সালে লাউডস্পিকারে আজান বিতর্কে নাম জড়ায় সোনু নিগমের। ভোরবেলায় লাউডস্পিকার বাজিয়ে আজান তাঁর কাছে ‛গুন্ডাগিরি’ ছাড়া অন্য কিছু নয় বলে মন্তব্য করেন সোনু। বলিউড গায়কের ওই মন্তব্যের জেরে শুরু হয় জোর বিতর্ক। এমনকী, সোনুর মাথা মোড়ানো হলে, পুরস্কার দেবেন বলে ঘোষণা করেন এক মৌলবী। এরপর সোনু নিজেই ন্যাড়া হয়ে পালটা জবাব দিতে শুরু করেন।

প্রথমে আজানের বিরোধিতা করে সোনু ট্যুইট করেছিলেন, ‛জোর করে এ ভাবে ধর্মের সশব্দ ঘোষণা এ দেশে কবে বন্ধ হবে?’ মিনিট পাঁচেক পরের এক ট্যুইটে লিখেছিলেন, ‛মহম্মদ যখন ইসলাম সৃষ্টি করেন, তখন তো বিদ্যুৎ ছিল না। তা হলে এখন এই চিৎকার-চ্যাঁচামেচি কেন সহ্য করতে হবে?’

সোনুর সেই পুরনো ট্যুইট এবার নতুন করে ভাইরাল হতে শুরু করে সামাজিক মাধ্যমে। বর্তমানে সোনু দুবাইতে রয়েছেন। সোনু তাঁদের ধর্মকে অসম্মান করেছেন বলে দুবাইয়ের বেশ কয়েকজন তোপ দাগতে শুরু করেন। নেটিজেনদের প্রশ্ন, তিনি এখন দুবাইয়ে রয়েছেন৷ দুবাই মুসলিম প্রধান দেশ৷ সেখানে তো তাঁকে রোজ আজান শুনতে হচ্ছে৷ এখন কেন বিরোধিতা করছেন না সোনু? সোনুর পুরনো ট্যুইটের স্ক্রিনশট অনেকে দুবাই পুলিশকে ট্যাগ করছেন৷ এবং দুবাই পুলিশের কাছে তাঁরা আবেদন জানাচ্ছেন, সোনুকে গ্রেফতার করা হোক৷

সোনু যেহেতু বর্তমানে দুবাইতে রয়েছেন, তাই গায়কের ওই পুরনো ট্যুইটের জেরে সে দেশের পুলিশ যাতে তাঁর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেয়, সেই আবেদন করা হয়। এমনকী, সোনু কীভাবে তাঁদের ধর্ম সম্পর্কে এমন মন্তব্য করতে পারেন, সেই প্রশ্ন তুলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করেন বেশ কয়েকজন। যদিও পুরনো বিতর্ক মাথা চাড়া দেওয়ায় সে বিষয়ে পালটা কোনও মন্তব্য করেননি বলিউডের এই গায়ক।

 

Support Free & Independent Journalism

Leave a Reply

error: Content is protected !!