দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : কেরলের কারখানায় কাজ করা ওড়িশার ১৬৭ জন মহিলাকে বিমানে করে রাজ্যে পৌঁছে দিলেন বলিউড অভিনেতা সোনু সুদ। সেখান থেকে তাঁদের বাড়ি পৌঁছনোর ব্যবস্থাও করেন অভিনেতা।
সোনু জানিয়েছেন, কিছুদিন আগেই এই মহিলাদের কথা তিনি জানতে পারেন। কেরলের এর্নাকুলমে একটি সেলাই ও এমব্রয়ডারির কারখানায় কাজ করতেন এই মহিলারা। আদতে তাঁরা সবাই ওড়িশার কেন্দ্রাপাড়ার বাসিন্দা।
লকডাউনের ফলে কারখানা বন্ধ হয়ে যাওয়ায় কাজ হারান তাঁরা। সেখানেই আশ্রয় ও খাবার জুটলেও সমস্যা হচ্ছিল তাঁদের। কোনওভাবে নিজেদের বাড়ি ফেরার চেষ্টা করছিলেন তাঁরা। কিন্তু কিছুতেই সুযোগ হচ্ছিল না।
শুক্রবার সকালে কেরলের কোচি বিমানবন্দর থেকে একটি বিশেষ বিমানে করে ১৬৭ জনকে ভুবনেশ্বরে নিয়ে আসা হয়। সেখান থেকে তাঁদের বাড়ি পৌঁছে দেওয়া হয়। অবশ্যই বর্তমানে প্রত্যেককে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে।