দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : যখনই ডাক পড়েছে, সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন অভিনেতা সোনু সুদ। কখনও ঘরে ফিরতে না পারা পরিযায়ী শ্রমিক, তো কখনও লকডাউনে কাজ হারানো তরুণী। করোনা-সঙ্কটে এ বার পড়ুয়াদের পাশে দাঁড়ালেন ‛সুপারম্যান’।
মাস খানেক আগে সংবাদপত্রে একটি খবর প্রকাশিত হয়। তাতে জানা যায়, হিমাচলপ্রদেশের সীমানা ঘেঁষা হরিয়ানার মোরনির প্রত্যন্ত গ্রামে বেশ কিছু পড়ুয়ার কাছে স্মার্টফোন নেই। অনলাইনে পড়াশোনার জন্য রোজ কয়েক মাইল দূরে কোনও বন্ধু বা আত্মীয়ের বাড়িতে তাদের যেতে হয়।
স্মার্টফোন কিনে দেওয়ার মতো আর্থিক সঙ্গতি ওদের পরিবারের নেই। ফলে ঠিকমতো পড়াশোনা চালাতে অসুবিধা হচ্ছে পড়ুয়ারা। রিপোর্টটি ট্যুইট করে সোনু সুদ এবং হরিয়ানা প্রশাসনের সাহায্য চেয়েছিলেন এক সাংবাদিক।
সোমবার সোনু পাল্টা ট্যুইট করে জানান, ‘বাচ্চাদের আর দৌড়োতে হবে না। ওরা কালকের মধ্যেই স্মার্টফোন হাতে পেয়ে যাবে।’ প্রতিশ্রুতিমতো গত কালই স্মার্টফোন পেয়েছে পড়ুয়ারা। এহেন ‛সুপারম্যান’ সোনুর ফের প্রশংসা শুরু হয়েছে।