Friday, September 20, 2024
Latest Newsফিচার নিউজবিনোদন

ফের ত্রাতার ভূমিকায় সোনু সুদ, ফোন আসায় পৌঁছে দিলেন অক্সিজেন, প্রাণে বাঁচলেন ২২ রোগী

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: দেশে সংক্রমণ লাগামছাড়া। এদিকে হাসপাতালে শয্যা নেই। ওষুধ নেই। অক্সিজেনের জন্য হাহাকার। দেশের বিভিন্ন প্রান্তে রোজ অক্সিজেনের অভাবে প্রাণ হারাচ্ছেন বহু মানুষ। সংবাদ মাধ্যমে প্রকাশিত হচ্ছে সেসব খবর। এই ভয়ঙ্কর পরিস্থিতিতে ফের মসিহা হয়ে উঠলেন অভিনেতা সোনু সুদ। বেঙ্গালুরুর এক হাসপাতালে ২২ জন কোভিড রোগীর প্রাণ বাঁচালেন।

ফোনটা তাঁর কাছে এসেছিল মঙ্গলবার রাতে। বেঙ্গালুরুর এআরএকে হাসপাতালে আচমকাই ঘাটতি হয়েছে অক্সিজেনের। শিগগিরই জোগার না হলে বেঘোরে প্রাণ দেবেন ২২ জন করোনা রোগী। শুনেই কাজে লেগে পড়েন সোনু এবং তাঁর দল। সারা রাত বেঙ্গালুরু এবং সংলগ্ন এলাকায় অক্সিজেন সরবরাহকারীদের ফোন করেন।

কয়েক ঘণ্টার মধ্যেই হাসপাতালে ১৫টি অক্সিজেনের সিলিন্ডার পাঠাতে সমর্থ হন সোনুরা। প্রাণ বাঁচে ২২ জনের। সোনু জানালেন, তিনি একা কিছু করেননি। দলবদ্ধভাবে সব কিছু করেছেন। দেশের মানুষকে সাহায্য করতে চেয়েই এই উদ্যোগ। ইনস্পেক্টর সত্য নারায়ণের থেকে ফোন পেয়েই তাঁরা প্রথমে বিষয়টির সত্যতা যাচাই করেন। তার পর লেগে পড়েন কাজে। সোনুর কথায়, একচু দেরি হল আরও অনেক পরিবার নিজেদের প্রিয়জনকে হারাত।

এই সঙ্কটের সময় আবার হাসপাতালে কোনও অ্যাম্বুল্যান্স পাওয়া যাচ্ছিল না। পুলিশ তৎপর হয়ে এক রোগীকে অন্য হাসপাতালে পাঠিয়ে দেন। প্রসঙ্গত, গত বছর কোভিডের জেরে লকডাউনের সময় থেকেই সক্রিয়ভাবে কাজ করছেন সোনু সুদ। হাজার হাজার পরিযায়ী শ্রমিক, বিদেশে আটকে পড়া পড়ুয়াদের গন্তব্যে পৌঁছে দিয়েছেন তিনি।

 

 

Leave a Reply

error: Content is protected !!