নয়াদিল্লি, ২৭ আগস্ট: বড়সড় চমক দিল দিল্লির আম আদমি পার্টি সরকার। দিল্লি সরকারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা সোনু সুদ৷ করোনা অতিমারীর সময়কাল থেকে বিভিন্ন ভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন সোনু সুদ।
আজ শুক্রবার ‛দেশ কা মেন্টরস’ কর্মসূচির জন্য দিল্লিতে অরবিন্দ কেজরিবাল নেতৃত্বাধীন আপ সরকারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে মনোনীত হয়েছেন তিনি। উল্লেখ্য, বৃহস্পতিবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে সাক্ষাৎ করেন সোনু সুদ।
সাংবাদমাধ্যমকে অরবিন্দ কেজরিবাল জানিয়েছেন, ‛সরকারী স্কুলের কিছু ছাত্রছাত্রী অত্যন্ত নিম্নবিত্ত পরিবার থেকে আসেন এবং তাদের গাইড করার জন্য খুব কম লোক রয়েছে। আমরা শিক্ষিতদের কাছে এই শিশুদের জন্য পরামর্শদাতা হওয়ার আবেদন জানাচ্ছি। সোনু সুদ এই প্রোগ্রামের জন্য আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর।’