Wednesday, February 5, 2025
খেলাফিচার নিউজ

বিসিসিআই সভাপতির দায়িত্ব নিলেন দাদা, নতুন স্বপ্ন দেখছে ভারতীয় ক্রিকেট

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, স্পোর্টস ডেস্ক : সরকারি ভাবে বিসিসিআই সভাপতির দায়িত্ব নিলেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। এদিন বোর্ডের সদর দফতরের সেন্ট্রাল কনফারেন্স রুমে তিনি এই দায়িত্ব গ্রহণ করেন। ২০২০-র সেপ্টেম্বর পর্যন্তই এই দায়িত্ব সামলাবেন সৌরভ।

আগামীকাল নতুন কমিটির প্রথম মিটিং। এই বৈঠকেই অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে দেখা হবে সৌরভের। তাঁদের মধ্যে কী আলোচনা হয় সে দিকে চোখ থাকবে সবার। এই বৈঠকেই কোচ রবি শাস্ত্রীর সঙ্গেও প্রেসিডেন্ট হওয়ার পর প্রথমবার দেখা হবে সৌরভের।

আগামীকালই নির্বাচক কমিটির সঙ্গে বসে বাংলাদেশ সফরের জন্য দল নির্বাচন করবেন দাদা। সৌরভ আগেই বলেছেন, তাঁদের প্রধান গুরুত্ব থাকবে ঘরোয়া ক্রিকেটে। বিরাটের সঙ্গে মিলে আরও ভালো দল তৈরি করবেন তাঁরা। দাদা প্রেসিডেন্ট থাকা অবস্থায় ভারতীয় দলে কোনও বাঙালি ক্রিকেটার জায়গা পাচ্ছে কিনা সে দিকেও তাকিয়ে থাকবে বাংলার ক্রিকেট মহল।

 

সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন

Leave a Reply

error: Content is protected !!