দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: কৃষি বিল কৃষি আইনে পরিণত হয়েছে। নতুন কৃষি আইন নিয়ে দেশজুড়ে চলছে বিক্ষোভ। কৃষক স্বার্থে নয়, কালো টাকার উৎস বন্ধ করে দিয়েছি তাই বিরোধীরা কৃষি আইন নিয়ে বিরোধিতা করছে, এবার এমনটাই অভিযোগ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
মঙ্গলবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে উত্তরাখণ্ডে ‘নমামি গঙ্গা’ মিশনের অধীন কয়েকটি প্রকল্পের উদ্বোধনে গিয়ে মোদী বলেন, ‘সংসদের সদ্যসমাপ্ত অধিবেশনে কৃষক, শ্রমিক, এবং স্বাস্থ্য ক্ষেত্রের জন্য বেশ কিছু সংস্কার করা হয়েছে। এই সংস্কারগুলি দেশের কৃষক, শ্রমিক, যুবসমাজ এবং মহিলাদের শক্তিশালী করবে। কিন্তু কিছু মানুষ যে শুধু বিরোধিতা করার জন্যই এই আইনের বিরোধিতা করছে, সেটা গোটা দেশ দেখতে পাচ্ছে।” প্রধানমন্ত্রীর দাবি, বিরোধীরা কৃষকদের বিভ্রান্ত করার চেষ্টা করছে।