দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : বিগত কয়েক মাস ধরে বঙ্গ রাজনীতিতে শোভন ও বৈশাখীর পদ্মযোগ নিয়ে বিস্তর চর্চা চলছিল। সবে ক’দিন হল দিল্লি গিয়ে গেরুয়া শিবিরে নাম লিখিয়েছেন শোভন চট্টোপাধ্যায় ও তাঁর ‘বান্ধবী’ বৈশাখী বন্দ্যোপাধ্যায়। তার রেশ কাটতে না কাটতেই দল ছাড়ার ইঙ্গিত দিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়।
বৈশাখীর অভিযোগ, অনেক কিছু বিষয়ে তাঁদের অন্ধকারে রাখা হচ্ছে। চরম অপমানিত হতে হচ্ছে বিজেপি-তে। তাই যদি হয়, তা হলে পুরনো দল মন্দ কী ছিল! তাঁর কথায়, শোভনদা ঠিক করে নিয়েছিলেন রাজনৈতিক সন্যাস নেবেন। সেই জায়গা থেকে আমি তাঁকে নতুন চ্যালেঞ্জে নামিয়েছিলাম। তিনি সেই চ্যালেঞ্জ নিয়েছিলেন। এখন ওঁরই মনে হচ্ছে, সিদ্ধান্তটা হয়তো ভুল হয়েছিল!