দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: দীর্ঘ নাটক করার পর তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়। কিন্তু বিজেপিতে গিয়েও সেই নাটক অব্যাহত। এ দিন গেরুয়া মিছিলে গরহাজির ছিলেন শোভন-বৈশাখী। তার পরেই রাজ্য পার্টি অফিসে শোভন-বৈশাখীর ঘরে তালা ঝোলাল বিজেপি। তবে বিজেপির তরফে এনিয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি।
বিজেপির রাজ্য অফিসে ওই ঘরটি বরাদ্দ ছিল মুকুল রায়ের জন্য। গত ২৭ ডিসেম্বর কলকাতা জোনের পর্যবেক্ষক হন শোভন চট্টোপাধ্যায়। তাঁর ডেপুটি করা হয় বৈশাখীকে। এরপরই মুরলীধর সেন লেনে মুকুলের ঘরটি দেওয়া হয় তাঁদের। এ দিন ওই ঘরেই ঝুলছে তালা। দরজা থেকে সরিয়ে দেওয়া হয়েছে দু’জনের নেমপ্লেটও। এ দিন মিছিলে শোভন-বৈশাখী গরহাজির থাকার পর এই ঘটনা নিয়ে স্বাভাবিকভাবেই শুরু হয়েছে জল্পনা।