দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: ১৯৯২ থেকে ২০২০। ২৮ বছর ধরে চলছে বাবরি মসজিদ ধ্বংস মামলা। হাইপ্রোফাইল এই মামলায় অভিযুক্তদের তালিকায় রয়েছেন প্রাক্তন উপপ্রধানমন্ত্রী লালকৃষ্ণ আডবাণী,প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মুরলীমনোহর জোশী,প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেত্রী উমা ভারতী,বিজেপি নেতা বিনয় কাটিয়ার,বিজেপি সাংসদ সাক্ষী মহারাজ। উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কল্যাণ সিংহ-সহ মোট ৪৯ জন।
তবে বিচার চলাকালীন ১৭ জনের মৃত্যু হয়েছে। অর্থাৎ বর্তমানে ৩২ জন অভিযুক্ত জীবিত রয়েছেন। সেই মামলার রায় ঘোষণা হতে চলেছে বুধবার। রায় ঘোষণা করবে লখনউয়ের বিশেষ সিবিআই আদালত। ২৮ বছর ধরে চলা মামলার রায়ে লালকৃষ্ণ আডবাণী, মুরলীমনোহর জোশীদের জন্য কী অপেক্ষা করছে? সেদিকেই তাকিয়ে গোটা দেশ।