দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : কাশ্মীরের বিশেষ মর্যাদা রদ করার পরে কারো মৃত্যু হয়নি – ৩৭০ ধারা বাতিলের পর থেকে এমনই দাবি করে আসছে মোদী সরকার। কেন্দ্রের কথায়, পরিস্থিতি ক্রমশ স্বাভাবিক হয়ে আসছে। কিন্তু কাশ্মীরের বর্তমান পরিস্থিতি নিয়ে মুখ খুললেন শ্রীনগরের মেয়র জুনেইদ আজিম মাট্টু।
এক বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে মোদী সরকারের তীব্র বিরোধিতা করে তিনি বলেন, রাস্তায় কোনও মৃতদেহ পড়ে নেই মানে এই নয় যে পরিস্থিতি স্বাভাবিক। তাঁর বক্তব্য, গায়ের জোরে কাশ্মীরে সব ঠান্ডা রাখা হয়েছে। মাট্টু আরও বলেন, কেন্দ্রীয় সরকার আশ্বাস দিয়েছিল, নিষেধাজ্ঞা ধীরে ধীরে শিথিল করে আনা হবে। কিন্তু কাশ্মীরে এখনও অনেক পরিবার আছে যারা প্রিয়জনদের সঙ্গে যোগাযোগ করতে পারেনি।
1 Comment