দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : যুক্তরাষ্ট্রে পুলিশি বর্বরতায় কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডের মৃত্যুর প্রতিবাদ চলছে বিশ্বজুড়ে। কানাডাতেও বর্ণবাদবিরোধী একটি র্যালি অনুষ্ঠিত হয়েছে। ওই র্যালিতে অংশ নিয়েছিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোও।
কানাডার পার্লামেন্টের সামনে ‛নো জাস্টিস = নো পিস’ নামক র্যালিটিতে ট্রুডো একটি কালো মাস্ক পরে অংশগ্রহণ করেন। ওই সময় ট্রুডোর সঙ্গে তার দেহরক্ষীরাও ছিলেন। র্যালিতে অংশ নিয়ে ট্রুডো তিনবার হাঁটু গেড়ে বসে পরেন। এর মাধ্যমে তিনি ফ্লয়েডের প্রতি পুলিশের নিষ্ঠুরতার প্রতিবাদ জানান।
আরও খবরাখবর পেতে যোগ দিন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রূপে