Thursday, April 18, 2024
Latest Newsদেশফিচার নিউজ

জামাআতে ইসলামির বিরুদ্ধে নয়া চক্রান্ত? হ্যাক করে নেওয়া হল সংগঠনের ফেসবুক পেজ

নিজস্ব সংবাদদাতা, দৈনিক সমাচার, বদরপুর : প্রযুক্তির এই যুগে সবচেয়ে জনপ্রিয় যোগাযোগমাধ্যম হচ্ছে ফেসবুক। সেই সুবাদে অনেক সংগঠন নিজেদের প্রচার প্রসারের জন্য ব্যবহার করছে ফেসবুক পেজ। ভারতের সর্ববৃহৎ সামাজিক ও ইসলামিক সংগঠন জামাআতে ইসলামি হিন্দও এলাকাভিত্তিক ফেসবুক পেজের মাধ্যমে ফেসবুকে নিজেদের প্রচার করে থাকে।

সেই জামাতআকে নিয়ে প্রকাশ্যে এলো চাঞ্চল্যকর খবর। শুক্রবার রাতে হ্যাক করা হয়েছে জামাআতে ইসলামি হিন্দ দক্ষিণ অসম জোন কর্তৃক পরিচালিত ফেসবুক পেজ। ‛JIH Assam South Zone’ নামের এই ফেসবুক পেজ হাতিয়ে নিয়ে পেজের নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‛MD Sumon Sarker’।

জানা গিয়েছে, হ্যাকার প্রথমে ‛JIH Assam South Zone’ পেজের এডমিন বদরপুরের বিশিষ্ট অধ্যাপক হিফজুর রহমানের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টটি হ্যাক করে। স্বাভাবিকভাবেই ব্যক্তিগত অ্যাকাউন্ট হ্যাক করার পর ওই পেজের অন্য দুই এডমিনকে সরিয়ে দেয় হ্যাকার। শনিবার সকালে ঘটনা সবিস্তারে বর্ণনা করে ‛MD Sumon Sarker’-কে অভিযুক্ত করে বদরপুর থানায় এক এফআইআর দায়ের করেন হিফজুর রহমান। সর্ব শেষ খবরে জানা গেছে, হিফজুর রহমানের ফেসবুক আইডি প্রশাসন ব্লক করেছে।

 

আরও খবরাখবর পেতে যোগ দিন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রূপে

Leave a Reply

error: Content is protected !!