দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার হরিশ মুখার্জি রোডের জয়হিন্দ ভবনের দোতলায় ৭৩ নম্বর ওয়ার্ডে দুয়ারে সরকার শিবির চলছিল। সেখানে জনসাধারণের সঙ্গে লাইনে দাঁড়িয়ে ‘স্বাস্থ্যসাথী’র কার্ড নেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেটাকে ‘নাটক’ বলে কটাক্ষ করলেন বিজেপি–র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
এদিন হঠাৎই বেলা সাড়ে ১১টা নাগাদ শিবিরে আসেন মমতা। সঙ্গে ছিলেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় এবং কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। শিবিরে কাজকর্ম বিষয়ে খোঁজ নিয়ে দু’জন মহিলার পিছনে লাইনে দাঁড়িয়ে পড়েন মুখ্যমন্ত্রী। কয়েক মিনিটের মধ্যেই এর পর সমস্ত নথি জমা করেন মুখ্যমন্ত্রী।
কার্ডি নিয়ে নবান্নের উদ্দেশে রওনা হন তিনি। তার আগে বলেন, যাওয়ার আগে তাঁর এ হেন স্বাস্থ্যসাথীর কার্ড গ্রহণ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি একজন সাধারণ মানুষ। তাই সাধারণ মানুষের মতোই কার্ড নিলাম।’
বিজেপি–র রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কটাক্ষ, ‘নাটক করেছেন মুখ্যমন্ত্রী। তিনি কি স্বাস্থ্যসাথীর যোগ্য, যে স্বাস্থ্যসাথীর কার্ড নিচ্ছেন? নোটবাতিলের সময় রাহুল গান্ধীও লাইনে দাঁড়িয়ে টাকা তুলেছিলেন।’