Friday, March 14, 2025
দেশফিচার নিউজ

ভোটের আখড়ায় হেরে গেলেন বিজেপির দুই কুস্তিগীর প্রার্থী, ববিতা-যোগেশ্বরের বড় হার

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : নির্বাচনী আখড়ায় বড় পরাজয়ের শিকার হলেন বিজেপির দুই হেভিওয়েট কুস্তিগীর প্রার্থী ববিতা ফোগাট এবং যোগেশ্বর দত্ত। কমনওয়েলথ ও অলিম্পিকে পদকজয়ী এই দুই কুস্তিগীরকে বিজেপি প্রার্থী করে চমক দিয়েছিল। যোগেশ্বর লড়েছিলেন বরোদা কেন্দ্র থেকে এবং ববিতা লড়েছিলেন দাদরি কেন্দ্র থেকে। আরেক বিজেপি প্রার্থী হকি খেলোয়াড় সন্দীপ সিংও পরাজয়ের মুখ দেখেছেন।

 

সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন

Leave a Reply

error: Content is protected !!