দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : কথায় বলে মাছে-ভাতে বাঙালি। লকডাউনের পরিস্থিতিতে ভাত থাকলেও টান পড়েছে মাছে। এহেন অবস্থায় শহরবাসীর কাছে মাছ পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে রাজ্য মৎস্য উন্নয়ন নিগম।
নিগমের কর্তারা জানিয়েছেন, নিগমের অ্যাপের (এসএফডিসি) মাধ্যমে ঘরে বসে মাছ কেনা যাবে। এছাড়া শহর ও শহরতলির বিভিন্ন জায়গায় মাছ বিক্রি করবে রাজ্য মৎস্য উন্নয়ন নিগম। বাজারগুলিতেও নিগমের তরফে মাছ বিক্রি করা হবে।