দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : ভোটার তালিকা নিয়ে এবার গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল রাজ্য সরকার। সম্প্রতি ইলেকট্রোল রোলস ১৯৫২-১৯৭১ সাল পর্যন্ত ভোটার লিস্ট প্রকাশ করলো রাজ্য সরকার।
১৯৫২ থেকে ১৯৭১ সালের ভোটার লিস্ট দেখার জন্য প্রথমেই oldelectoralrolls.wb.gov.in এই সাইটটি খুলে নিতে হবে। এরপর কোন বছরের ভোটার লিস্ট ডাউনলোড করতে চান সেটা সিলেক্ট করতে হবে।
তারপর আপনার জেলা এবং সর্বশেষে আপনার নির্বাচনক্ষেত্র সিলেক্ট করতে হবে। এরপর ডাউনলোড করা যাবে নিজের নির্বাচনক্ষেত্রের সমস্ত ভোটার তালিকা। ইতিমধ্যেই অনেকেই ডাউনলোড করা শুরু করেছেন।
Tags:Voter List