দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : কাল সোমবার খুশির ঈদ। কিন্তু লকডাউনে এবার ঘরে বসেই ঈদের প্রার্থনা সারার জন্য মুসলিমদের উদ্দেশ্য আবেদন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার নবান্নে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী।
মুসলিমদের উদ্দেশে হাতজোড় করে মুখ্যমন্ত্রী বলেন, ‛আমায় যদি ভালবাসেন, ভরসা করেন, দয়া করে এবার ঈদে বাড়িতে থাকুন। ঘরে বসে প্রার্থনা করুন।’
এদিন মুসলিমদের সতর্ক করে দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‛তেলিনিপাড়া, টিকিয়াপাড়া দেখেছেন তো! বিজেপি ওত পেতে বসে আছে ভিডিও করবে বলে। কখন একটা শকুনি মরবে তারপর সেই শকুনির মাংস খাবে!’