দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: এক শ্রেণীর লোক দেশের মধ্যে ধর্মীয় ভেদাভেদ তৈরি করতে সদা চেষ্টা চালিয়ে যাচ্ছে। যখন তখন যেখানে সেখানে তারা তান্ডব চালিয়ে যাচ্ছে। কখনও জয় শ্রী রাম বলে তো আবার কখনও গো রক্ষার নামে দেশের মধ্যে অশান্তি সৃষ্টি করতে আপ্রাণ প্রচেষ্টা চালাচ্ছে। কিন্তু তাদের রুখে দিতেও বিপরীতে সম্প্রীতির বার্তা দিয়ে যাচ্ছে অন্য এক শ্রেণীর মানুষ। ফের আরও একবার তা প্রমাণ করল কাশ্মীরের এই ঘটনা ৷ এই সময় জম্মু-কাশ্মীরে প্রচন্ড তুষারপাত চলছে ৷ ফলে স্বাভাবিক ভাবেই যাতায়াতের সমস্যায় পড়তে হচ্ছে সেখানকার বাসিন্দাদের ৷ এরই মধ্যে সমস্ত বাধা উপেক্ষা করে কাশ্মীরি পন্ডিতের মৃতদেহ নিজের কাঁধে নিয়ে ৫ কিলোমিটার হাঁটলেন মুসলিম প্রতিবেশি ৷ এবং তাঁর সৎকার করলেন ৷
সোপিয়ানে এক কাশ্মীরি পণ্ডিত পরিবারের বৃদ্ধ সদস্যের হাসপাতালে মৃত্যু হয় ৷ তাঁর মৃতদেহ নিয়ে যখন অ্যাম্বুল্যান্স গ্রামে যাচ্ছিল বরফের জেরে রাস্তায় আটকে যায় গাড়িটি ৷ গ্রামে পৌঁছনোর ৫ কিলোমিটার আগে গাড়িটি আটকে যায় ৷ সেই সময় ঠিক কী করা উচিৎ কেউ বুঝতে পারছিলেন না ৷ এরকম পরিস্থিতিতে মৃত ব্যক্তির মুসলিম প্রতিবেশি সে খবর জানতে পেরে বাড়ি থেকে বেরিয়ে অ্যাম্বুল্যান্সের দিকে হাঁটতে শুরু করেন ৷ তাঁর মৃতদেহ কাঁধে নিয়ে ৫ কিলোমিটার হেঁটে গ্রামে নিয়ে আসেন ৷
জানা গিয়েছে , মৃত ব্যক্তির নাম ভাস্কর নাথ (৬০) ৷ কয়েকদিন আগে তাঁর শরীর খারাপ হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয় ৷ চিকিৎসা চলাকালীন হাসপাতালেই তাঁর মৃত্যু হয় ৷
স্থানীয়রা জানিয়েছেন, সোপিয়ানে গোনা কয়েক কাশ্মীরি পণ্ডিতের পরিবার রয়েছে ৷ এখানে প্রত্যেক পরিবারের তরফে একজন করে থাকেন ৷ ভাস্কর নাথের মৃত্যুতে গোটা গ্রামে শোকের ছায়া ৷ এলাকাসীরা জানিয়েছে, সকলেই এখানে পরিবারের মতো থাকে এবং সকলে সকলের সুখ-দুঃখে এগিয়ে আসে ৷