সামাউল্লাহ মল্লিক : গত লোকসভা ভোটে দেশের মোট ভোটারের ৩২ শতাংশের সমর্থন পেয়ে কেন্দ্রে ফের ক্ষমতা দখল করেছেন নরেন্দ্র মোদী। এদিকে বর্তমান ভারতবর্ষের ৪৩ শতাংশ মানুষই মনে করছেন, বেকারত্ব, কর্মসংস্থানের সুযোগের অভাব, অর্থনৈতিক অব্যবস্থা, মূল্যবৃদ্ধি ইত্যাদি সমস্যার থেকে মানুষের চোখ ঘোরাতেই নাগরিকত্ব আইন পাশ করিয়েছে মোদী সরকার।
দেশের মন বোঝার জন্য ইন্ডিয়া টুডে গ্রুপ একটি সমীক্ষা করেছিল। ‘মুড অব দ্য নেশন’- নামে সেই সমীক্ষায় এমনই চাঞ্চল্যকর দাবি করা হয়েছে। সমীক্ষা বলছে, বেকারত্ব ও মন্দা থেকে চোখ ঘোরাতেই দেশ জুড়ে এনআরসি তথা জাতীয় নাগরিক পঞ্জি বাস্তবায়ণের কথাও বলা হয়েছিল। অন্যদিকে দেশের মাত্র ৩২ শতাংশ মানুষ মনে করেন, সঠিক প্রয়োজনেই নাগরিকত্ব সংশোধন বিল পাশ করা হয়েছে।
ক্ষমতা দখলের সময় ৩২ শতাংশ মানুষ ছাড়া মোদী সরকারের সমর্থনে কেউ ভোট দেয়নি। অর্থাৎ দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ তখনও তাঁদের সঙ্গে ছিল না, এখনও নেই। সংখ্যাগরিষ্ঠ আসন পেলেও, কেন্দ্রে বর্তমান সরকারকে তাই সংখ্যাগরিষ্ঠের সরকার বলা যায় না। সমীক্ষায় দেশের ২৫ শতাংশ মানুষ জানিয়েছেন, এটা স্পষ্ট করে তাঁরা বলতে পারবেন না বা জানেন না।
আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ
সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন