দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : ফেজটুপি আর লুঙ্গি পরে ট্রেনে পাথর ছোঁড়ার অভিযোগ। এক বিজেপি কর্মী ও তার পাঁচ সঙ্গীকে আটক করল মুর্শিদাবাদ জেলা পুলিশ। মুর্শিদাবাদে ট্রেন ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনাতে বারবার উঠে এসেছিল বিক্ষোভকারীদের পরনের লুঙ্গি ও মাথায় ফেজ টুপির কথা।
আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ
পোশাক দেখেই বোঝা যায়, কারা হিংসা ছড়াচ্ছে। নাগরিকত্ব আইন নিয়ে প্রতিবাদের ঘটনায় এই মন্তব্য করেছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু এই গ্রেফতারির ঘটনায় মুখ পুড়ল বিজেপিরই। যদিও অভিযুক্তদের সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই বলে মন্তব্য করেছে গেরুয়া শিবির।
মুর্শিদাবাদ পুলিশ জানিয়েছে, রাধামাধবতলার বাসিন্দারা ছ’জনকে শিয়ালদহ-লালগোলা লাইনের ট্রেনে পাথর ছোঁড়ার সময় হাতেনাতে ধরেছে। আটকদের মধ্যে অভিষেক সরকার (২১) একজন বিজেপি কর্মী বলে জানা গিয়েছে। অভিষেককে একাধিক বার বিজেপির কর্মসূচি ও মিছিলে দেখা গিয়েছে।
সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন