Monday, February 24, 2025
Latest Newsদেশফিচার নিউজ

ভয়ঙ্কর ঝড়ের নাম বুলবুল কেন? এই নাম রেখেছেন পাকিস্তানের আবহাওয়াবিদরা

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : ঝড়ের নাম বুলবুল! একটি ভয়ঙ্কর ঝড়ের এমন ফুরফুরে নাম কেন?

নাসার স্যাটেলাইট থেকে তোলা বুলবুলের ছবি।

আবহাওয়াবিদরা কি মজা করছেন নাকি? তা ঠিক নয়, এই ফুরফুরে নামকরণ করেছেন পাকিস্তানের আবহাওয়াবিদরা। যেমন ‘ফণী’ ঝড়ের নামটা রেখেছিল বাংলাদেশ। এছাড়া ‘বায়ু’, ‘আইলা’ অথবা ‘তিতলি’ ঝড় আমাদের সকলেরই ভালোরকম মনে আছে। এখন কথা হচ্ছে, এইসব নাম কে বা কারা রাখে? উত্তর হলো, বিভিন্ন দেশ।

ওয়ার্ল্ড মিটিওরোলজিকাল অর্গানাইজেশন একটি প্রক্রিয়া চালু করেছে, যার দ্বারা বিভিন্ন দেশের কাছ থেকে ঝড়ের নামের তালিকা গ্রহণ করে তারা। প্রয়োজন মতো এই সমস্ত তালিকা থেকে বেছে নেওয়া হয় নাম।

 

 

সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন

Leave a Reply

error: Content is protected !!