দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : বাবা হার্টের রোগী, মা মানসিক ভাবে খানিক দুর্বল। বাবা-মাকে নিয়েই ছোট্ট সংসার হাবড়ার চন্দন জোয়ারদারের। বাবা কোনওমতে রাজমিস্ত্রির জোগাড়ে কাজ করলেও স্কুলের মাইনে থেকে শুরু করে টিউশন ফি, নিজের সব খরচ নিজেই জোগাড় করে নিত চন্দন। বাকি লোকের বাড়িতে রান্নার কাজ করে কিছু পেতেন তাঁর মা। সব মিলিয়ে কোনওরকমে জোড়াতালি দিয়ে চলত সংসার।
আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ
অভাব অনটনের সংসারেও পড়াশোনার ইচ্ছেটা জিইয়ে রেখেছিল চন্দন। কিন্তু এবার পরীক্ষা শুরুর আগে সে পড়েছিল বড় সমস্যায়। ফর্ম ফিলআপের ৪০০ টাকা কিছুতেই জোগাড় করতে পারেনি। জমা দিতে পারেনি স্কুলের চারটে প্রোজেক্টের খাতাও। সব মিলিয়ে মানসিক ভাবে ভেঙে পড়েছিল নবম শ্রেণির পড়ুয়া চন্দন। গত সোমবার স্কুল থেকে বাড়ি ফিরে বিষ খেয়ে আত্মঘাতী হয় সে।
সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন